4a9133c6049ce063063b11741681863c 5701a6302c071
কেসিসি সূত্রে জানা গেছে, নতুন বাজেটে রাজস্ব তহবিল থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩৪ কোটি টাকা। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকারের থোক বরাদ্দ ও প্রকল্পে বরাদ্দ থেকে ২৭১ কোটি টাকা এবং বিদেশি দাতা সংস্থার কাছ থেকে ১৮৩ কোটি টাকা বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কেসিসির মেয়র মনিরুজ্জামানসহ বর্তমান পরিষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর। বিদায়ী এ পরিষদের শেষ বিশেষ সভা গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান। সভায় ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত খসড়া বাজেট উপস্থাপন করেন কেসিসি’র অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম।
বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরে এই খাত থেকে ৫৫ কোটি এবং ২০১৬-১৭ অর্থ বছর ৪৮ কোটি টাকা পাওয়া গিয়েছিল। এর মধ্যে ন্যাশনাল আরবান পোভার্টি রিডাকশন প্রোগ্রাম থেকে ৮ কোটি, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড প্রকল্প থেকে ১১১ কোটি, নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প পার্ট-২ থেকে ৩০ কোটি, নিরাপদ পথ খাবার কর্মসূচি থেকে ৮ লাখ, আরবান পাবলিক অ্যান্ড এনভারমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্প থেকে ১০ কোটি, সিটি ওয়ার্ড ইনক্লুসিভ স্যানিটেশন এনভারমেন্ট ইন খুলনা প্রকল্প থেকে ১ কোটি ৭০ লাখ টাকা, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেন্ট চেঞ্জ ইন খুলনা সিটি করপোরেশন থেকে ৫০ লাখ টাকা, সোলার স্ট্রিট লাইট প্রকল্প থেকে দুই কোটি এবং খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল নির্মাণ প্রকল্প থেকে ৩ কোটি টাকা পাওয়া যাবে। এছাড়া এনগেজিং মাল্টি সেক্টরাল পাটনার্স ফর ক্রিয়েটিং অপারচুনিটিজ ইমপ্রুভিং নামের একটি প্রকল্প থেকে ১৯ কোটি ৭৫ লাখ টাকা এবং লোকাল গভর্নেন্স ফর চিলড্রেন নামের একটি প্রকল্প থেকে ৭১ কোটি ৮৩ লাখ টাকা পাওয়ার প্রত্যাশা করা হয়েছে।
কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম জানান, ‘বিশেষ সভায় আমরা এই বাজেট পাস করেছি। আগামী ১৩ সেপ্টেম্বর এই বাজেট ঘোষণা করা হবে।’ তিনি জানান, যেহেতু বাজেট বাস্তবায়নের দায়িত্ব পড়বে সিটি করপোরেশনের নতুন সদস্যদের ওপর, তাই নতুন মেয়র তালুকদার আব্দুল খালেকের মতামত জানতে চাওয়া হয়েছিল। তালুকদার আব্দুল খালেক জানিয়েছেন, বাজেটে কিছু সংযোজন-বিয়োজন করতে হলে পরবর্তীতে তিনি তা করে নেবেন।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24