৫০০০ টাকার ভিতর কী কী ব্যবসা করা যেতে পারে
আপনি ৫০০০ টাকা দিয়ে খুব ভালোই ব্যবসা শুরু করতে পারেন, মূলত এইসময়ে ব্যাবসা ২ ধরনের ১—(অফলাইন)২—(অনলাইন)
৫০০০ টাকা দিয়ে শুরু করতে পারেন এমন অফলাইন ব্যবসা,
১) আপনি ১০০০ টাকা দিয়ে অনেকগুলো ক্যান্ডি কিনে আনতে পারেন বাজার থেকে, যেগুলো প্রত্যেক পিস ০.৫ টাকা। আর এগুলো ১ টাকায় বিক্রি করতে পারেন। মানে দিনে ১৫০০-২০০০ টাকা আয় করতে পারবেন। এগুলো যেকোনো ট্রাফিক সিগনালের সামনে বিক্রি করতে পারেন। মানে সারাদিনে ৫০০-১০০০ টাকা আয় করতে পারবেন, অথবা কম হলেও ২০০-৩০০ টাকা আয় করতে পারবেন।
২) অনলাইন — অনলাইনে আয় করার অনেক অনেক উপায় আছে, ব্লগ ওয়েবসাইট বানাতে পারেন, ভালো ইকুয়েপমেন্ট কিনে ইউটিউবিং শুরু করতে পারেন,
মূলত ৫০০০টাকায় এসব কাজ করে শুরু করতে পারেন।
আশা করি সাহায্য করতে পেরেছি। উপকৃত হলে একটি আপভোট দিতে পারেন।
ধন্যবাদ!
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24