অভিনয়ে শাহরুখ খানের যাত্রা শুরু হয়েছিল টেলিভিশন ধারাবাহিক দিয়ে। তার অভিনীত প্রথম টিভি সিরিজ ‘দিল দরিয়া’৷ এই সিরিজটির পর আরও দশটির মতো সিরিয়ালে অভিনয় করেন তিনি। ১৯৯২ সালে আসে সিনেমায় অভিনয়ের সুযোগ। এরপর আর কখনওই ছোটপর্দায় অভিনয় করেননি বলিউড বাদশা৷
সিনেমায় পা রাখার ২৬ বছর পর আবারও ছোট পর্দায় ফিরছেন শাহরুখ। বলিপাড়ায় কান পাতলে এখন শোনা যাচ্ছে এমনই গুঞ্জন৷ একতা কাপুরের ‘কাসৌটি জিন্দেগি কি’ ধারাবাহিকের সঙ্গে নাম জড়িয়েছে কিং খানের। তবে কি ছোট পর্দায় অভিনয় করবেন শাহরুখ?
২০০৮ সালে টেলিভিশন জগতে সাড়া ফেলে দিয়েছিল ‘কাসৌটি জিন্দেগি কি’। গানটিও তুমুল জনপ্রিয় হয়েছিল। প্রেরণা, অনুরাগ ও কমলিকার ত্রিকোণ প্রেমের উপাখ্যান তখন ছিল অন্যতম চর্চার বিষয়। প্রেরণা ও অনুরাগের মধ্যে প্রেম পূর্ণতা পায়নি। মাঝে ঢুকে গিয়েছিলেন কমলিকা। ফলে দর্শকদের মধ্যেও পাল্লা ভারী ছিল প্রেরণার দিকে। অনুরাগের সঙ্গে সমব্যথী হয়েছিল অনেকে। কমলিকা প্রতিপন্ন হয়েছিল ভিলেন। এর মাঝে আবার ছিল মিস্টার বাজাজ নামে একটি চরিত্র। মোট কথা, সেই সময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল ‘কাসৌটি জিন্দেগি কি’। অতি পরিচিত এই সিরিয়ালটিকে আরও জনপ্রিয় করে তোলার চেষ্টা করছেন একতা কাপুর৷ শোনা যাচ্ছে, এই সিরিয়ালটিকে জমজমাট করতেই নাকি প্রথম তিনটি পর্বে দেখা যাবে বলিউডের কিং খানকে। তবে কোন ভূমিকায় থাকছেন তা এখনও জানা যায়নি।
শাহরুখের হাতে রয়েছে দশটিরও বেশি সিনেমা। চারটি সিনেমার কাজ তিনি শুরুই করে দিয়েছেন। রয়েছে একটি শর্টফিল্মও। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে শাহরুখের ‘জিরো’ ছবিটি। এই সিনেমায় এক্কেবারে অন্যরকম লুকে দেখা যাবে কিং খানকে৷ ছবিটির পরিচালনা করছেন আনন্দ এল রাই। এছাড়াও শাহরুখ শুরু করেছেন আশুতোষ গোয়ারিকরের ‘অপারেশন খুকরি’ ছবিটির কাজও। এই ছবিতে দেশপ্রেমিক সৈনিকের চরিত্রে অভিনয় করছেন তিনি। এই ছবিতে আছেন রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, নীল নিতিন মুকেশ ও জ্যাকি শ্রফের মতো তারকারাও।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24