যুক্তরাষ্ট্রে আটকে পড়া ২৪২ বাংলাদেশিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে একটি বিশেষ ফ্লাইন। ওয়াশিংটন ডিসির ডালেস এয়ারপোর্ট থেকে বাংলাদেশ সময় শনিবার সকাল নয়টায় (স্থানীয় সময় রাত ১১টা) ঢাকার উদ্দেশে উড়াল দেয় কাতার এয়ারের বিশেষ ফ্লাইটটি।
বিমানবন্দরে বাংলাদেশিদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জিয়াউদ্দিন।
জানা গেছে, ২৪২ জনের মধ্যে ৫৯ জন শিক্ষার্থী। তারা সবাই দু’দেশের মধ্যে চলমান ছাত্র বিনিময় কর্মসূচীতে যুক্তরাষ্ট্রে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন। এছাড়াও ফিরে যাওয়ার তালিকায় রয়েছেন পর্যটক ভিসায় আসা শতাধিক বাংলাদেশি।
দূতাবাসের প্রেস সেক্রেটারি শামীম আহমেদ জানান, বিশেষ বিমানে বেশ কয়েকজন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাও দেশে ফিরে গেছেন। ফিরে যাওয়া সবাই সুস্থ এবং তাদের কেউ করোনা আক্রান্ত নন।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24