নিজস্ব প্রতিবেদন: মাস খানেক ধরেই Tiktok আর Youtube ইউজারদের মধ্যে একাধিক বিষয়ে বিবাদ সামনে আসছে। এর মধ্যে জনপ্রিয় ইউটিবার ক্যারিমিনটির সঙ্গে টিকটকার আমির সিদ্দিকির দ্বন্দ্ব বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। এই চিনা অ্যাপটিকে ভারতে ব্যান করার দাবিও তুলেছেন অনেক Youtube ইউজার। শুধু Youtube-এই নয়, সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মেও Tiktok ব্যান করার দাবি তুলেছেন অনেকে। কিন্তু এরই মধ্যে ভারতে জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে Tiktok-এর। এর রেটিংও হু হু করে পড়ছে Play Store-এ! কমেছে বিজ্ঞাপনও। সেন্সর টাওয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চ মাসে প্রায় ৩ কোটি ৫৭ লক্ষ ভারতীয় Tiktok ডাউনলোড করেছিলেন। সেখানে ২৩ মে পর্যন্ত মাত্র ১০ লক্ষ গ্রাহক এই অ্যাপ ডাউনলোড করেছেন। এর থেকেই বোঝা যাচ্ছে এক ধাক্কায় কতটা জনপ্রিয়তা হারিয়েছে এই চিনা অ্যাপটি।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24