image 22912
গবেষকদের সমীক্ষা অনুযায়ী ইংরেজি শব্দদের সবচেয়ে সুখকর প্রথম তিনটি হলে হাসি খুসি ভালোবাসা।
ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকদের গবেষণা অনুযায়ী ইংরেজি ভাষায় প্রথম ১০টি সুখকর শব্দ হলো- হাসি, সুখ, ভালবাসা, সুখী, হাসানো, হাস্যময়, চমৎকার, আনন্দ, সফলতা, জয়, রংধনু। গবেষণার নেতৃত্ব দেন ইসাবেল ইসাবেল ক্লোউম্যান।
গবেষকরা ইংরেজি সুখকর শব্দটির খোঁজ পেতে বহুল ব্যবহৃত ১০ হাজার ইংরেজি শব্দ নিয়ে কাজ শুরু করেন। বহুল ব্যবহৃত ইংরেজি শব্দগুলো পেতে তারা টুইটার, গুগল বুকস, মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এবং গানের কথার আশ্রয় নেন।
সবচেয়ে কম সুখকর শব্দটি হলো সন্ত্রাসী।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24