করোনার প্রাদুর্ভাবে টাকার অভাবে সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তান বিক্রি করতে চাওয়ায় মা ও সন্তানদের দায়িত্ব নেওয়ার পর ঈদ বাজার, শিশুদের খেলনা ও পোশাক নিয়ে বাড়িতে গেলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
বৃহস্পতিবার সকালে তিনি ওই অসহায় মায়ের বাড়িতে এসব নিয়ে হাজির হন।
জানা যায়, সদ্য ভূমিষ্ট শিশুর মা মনি বেগম পিরোজপুর ইউনিয়নের আষাঢ়ীয়ারচর গ্রামের ভাড়াটিয়া বাবুর্চি সাইফুল ইসলামের স্ত্রী। সাইফুল ইসলাম তার স্ত্রী মনি বেগমকে গর্ভবতী অবস্থায় রেখে বাড়ি ছেড়ে পালিয়ে যান। গত ৪ মে মনি সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্যা সন্তান জন্ম দেন। পরে টাকার অভাবে ওই কন্যা শিশুকে তিনি বিক্রি করে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ওই মা ও তার পরিবারের দায়িত্ব নেন।
বৃহস্পতিবার সকালে আষাঢ়ীয়ারচর গ্রামের বাড়িতে চেয়ারম্যান মাসুম গিয়ে ওই পরিবারের সদস্যদের ঈদ বাজার, সন্তানদের জামাকাপড় ও খেলনা দিয়ে আসেন। এর আগে তিনি ওই পরিবারকে ১০ হাজার টাকা দেন।
এসময় উপস্থিত ছিলেন-পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর কবির ও সোনারগাঁও উপজেলা যুবলীগ নেতা লুৎফর রহমান।
মনি বেগম বলেন, অসহায় অবস্থায় আমার স্বামী আমাকে ফেলে চলে যাওয়ার পর সন্তান জন্ম দিই। ক্ষোভে ও দুঃখে এ সন্তান বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিই। পরে বিষয়টি চেয়ারম্যান মাসুম জেনে আমার ও আমার সন্তানদের ভরণপোষণের দায়িত্ব নেন। এ মানবিকতার জন্য আল্লাহ উনাকে ভালো রাখবেন।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, টাকার অভাবে একজন মা তার সন্তানকে বিক্রি করে দেবেন কোন ভাবে মেনে নেওয়া যায় না। এটা একটি মর্মস্পর্শী ঘটনা। আমি ওই অসহায় পরিবারের পাশে থাকবো।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24