কলকাতার অন্যতম অভিজাত কমপ্লেক্স আরবানায় থাকেন তারা। সেই সংসারেই এখন এসেছে দুই নতুন সদস্য। শ্রাবন্তীর দুই নতুন সন্তান। শ্রাবন্তী আর রোশন দু’জনেই পোষ্য খুবই ভালবাসেন।
তাদের বাড়িও তাই নানা প্রজাতির, নানা ধরনের পোষ্যে ভর্তি। লকডাউনে পোষ্যদের সঙ্গেই সময় কাটাচ্ছেন যুগলে। এরা সকলেই শ্রাবন্তীর কাছে সন্তানসম। পোষ্যদের নিজের ‘বেবি’ বলেই মনে করেন নায়িকা। সোশ্যাল মিডিয়াতেও লিখলেন ‘মাই বেবিস’। সঙ্গে মিষ্টি দুই পোষ্যের ছবিও শেয়ার করলেন ।
ছেলে ঝিনুক বা অভিমন্যুকে সেই হিসেবে একাই বড় করেছেন তিনি।
তবে এখন নতুন সংসার হয়েছে শ্রাবন্তী আর রোশনের। কলকাতার অন্যতম অভিজাত কমপ্লেক্স আরবানায় থাকেন তারা।
সেই সংসারেই এখন এসেছে দুই নতুন সদস্য। শ্রাবন্তীর দুই নতুন সন্তান। শ্রাবন্তী আর রোশন দু’জনেই পোষ্য খুবই ভালবাসেন।
তাদের বাড়িও তাই নানা প্রজাতির, নানা ধরনের পোষ্যে ভর্তি। লকডাউনে পোষ্যদের সঙ্গেই সময় কাটাচ্ছেন যুগলে। এরা সকলেই শ্রাবন্তীর কাছে সন্তানসম।
পোষ্যদের নিজের ‘বেবি’ বলেই মনে করেন নায়িকা। সোশ্যাল মিডিয়াতেও লিখলেন ‘মাই বেবিস’। সঙ্গে মিষ্টি দুই পোষ্যের ছবিও শেয়ার করলেন ।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তার ফেসবুকে লিখেছেন, আমি জাতিসংঘের সংস্থা ডব্লিউএফপির জাতীয় গুডউইল অ্যামবাসেডর হিসেবে নিযুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। এই সংস্থাটি বাংলাদেশসহ সারা বিশ্বকে ক্ষুধামুক্ত করার জন্য কাজ করে চলেছে।
তামিম আরো লিখেন, যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রশংসনীয় মাত্রায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, তবুও দারিদ্র্যের হার এখনো প্রকট, বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলোতে। চলমান কোভিড-১৯ মহামারি অনেকের জীবনকেই আরো বেশি সংকটময় করে তুলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করার আশা রাখি যাতে ডব্লিউএফপি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে সহযোগিতা প্রয়োজন এমন সব পরিবারের পাশে দাঁড়াতে পারে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা ডব্লিউএফপির শুভেচ্ছাদূত মনোনীত হয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24