opuvugy6457n
বিশ্বের বিভিন্ন দেশে স্থবির হয়ে পড়েছে ফেসবুক কার্যক্রম। বাংলদেশেও সামাজিক যোগাযোগ মাধ্যমটির এ অবস্থা দেখা গেছে। শুক্রবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে ফেসবুকের গতি মন্থর হয়ে পড়ে। এ সময় নিউজফিড অকার্যকর ছিল। যদিও কিছুক্ষণ পর আবার সেটা ঠিক হয়ে যায়।
ফেসবুক ব্যবহাকারীরা জানিয়েছেন, ফেসবুক ডাউন হওয়ার ওই সময়টায় সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে তারা কিছুই করতে পারেন নি। ভিডিও দেখা থেকে শুরু করে ছবি, এমনকি কোনও কোনও ক্ষেত্রে স্ট্যাটাসও পড়া যাচ্ছিল না। এ সময় অনেকেই আইডি ঝুঁকির বিষয়টি মাথায়
বিষয়টি সম্পর্কে বাংলাদেশে সরকারের প্রযুক্তি সংশ্লিষ্ট বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, সরকার ফেসবুক বন্ধ করে নি। এমন কোনও পরিকল্পনাও সরকারের নেই। এটা মূলত ফেসবুকেরই সমস্যা। ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত কোনও ত্রুটির কারণে এমনটি হয়ে থাকতে পারে।
এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আমেরিকা, ইউরোপ ও এশিয়ার অনেক দেশে ফেসবুক সাইট ডাউন হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চাইলেও এখনও পর্যন্ত কিছুই জানায়নি তারা।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24