photo 1443009715
ঈদের দ্বিতীয় দিন থেকে ১৭৬ হলে ‘ক্যাপ্টেন খান’ মুক্তি পেয়েছে।
এই ঈদে মুক্তি পেয়েছে ৪টি নতুন সিনেমা।‘মনে রেখো’ ও ‘জান্নাত’ ছুটির দিনে দর্শক পাচ্ছে। মাহিয়া মাহি ও কলকাতার বনি সেনগুপ্তের ‘মনে রেখো’ ৭০টি হল মুক্তি পেয়েছে।
ঈদের আরেক ছবি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’। সাইমন-মাহির অভিনীত ‘জন্নত’ ২৩টি হলে মুক্তি পেয়েছে।
ঢাকার বিভিন্ন হল গুরে দেখা যায় শাকিব খান এবং ববি অভিনীত ‘ক্যাপ্টেন খান’ প্রতি দিনি দর্শকপ্রিয়তা পাচ্ছে।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24