57101597 2482448355121092 2354911558871547904 n
শপিংমল : আজকে মনটা খুবই ফুরফুরে লাগছে। আগামীকাল থেকে সবগুলো শপিংমল খুলে যাবে। লকডাউনের কারণে সব বন্ধ ছিলো, দোকানও খালি হয়ে যাচ্ছিলো। আমার গার্মেন্টস আছে। তাছাড়া ঢাকায় তিনটি মার্কেটে আমার বড় ধরণের শেয়ার আছে। গত ৫০ দিনে লসে পড়ে গেছি। সামনে ইদ, সিঙ্গাপুরে শপিং করবো ভেবেছিলাম। কিন্তু নিজের শপিংমল বন্ধ থাকলে, কীভাবে হবে? টাকা কোথায় পাবো?
আমার কিন্তু দয়ার শরীর। এই যে কত মানুষের দোকান বন্ধ, তাদের কর্মচারীদের বেতন দিতে পারছে না। দোকানের এডভান্স, দোকানের মালামাল মিলিয়ে কত্ত টাকা আটকে আছে! এরা কীভাবে চলবে, কী খাবে? এসব চিন্তায় আমার রাতে ঘুম হয় না। যদি ঘুম চলেও আসে, স্বপ্নে দেখি, আমি সিঙ্গাপুরে দাঁড়িয়ে আছি। কিন্তু সব দোকান বন্ধ। পরে সিঙ্গাপুরে ফুটপাত থেকে শপিং করছি। উফফ! আমার ঘুম ভেঙ্গে যায়।
এভাবে ইদ করা যায়?
বাসায় ইফতার ভালো লাগে। গত কয়েকদিন যাবত ড্রাইভারকে দিয়ে বড় হোটেল থেকে ইফতার কিনে আনি। মুরগীর কোপ্তা, গরুর বটি কাবাব আর জালী কাবাব! আহ্! এগুলো ছাড়া ইফতার করতে প্রথম রোজাগুলোয় অনেক কষ্ট হয়েছে। সরকার হোটেল খুলে দিয়েছে, তাই তো খেতে পারছি।
গতকাল দেখলাম, ড্রাইভার ঝিমুচ্ছে। আমি আর কাছে যাইনি। বুয়াকে দিয়ে খোঁজ নিয়ে শুনলাম, ড্রাইভারের জ্বর। তাড়াতাড়ি ইমার্জেন্সি নাম্বারে কল দিয়ে ওকে বাড়ি থেকে বিদায় করে দিলাম। শালা ছোটলোকের বাচ্চারা এইসব রোগ পেটে নিয়ে ঘোরে। সুযোগ পেলেই বড়লোকের ঘরে রোগের জীবাণু ছেড়ে দেয়।
এইসব খবরের মধ্যে, সবচেয়ে খুশির সংবাদ কাল থেকে শপিংমল খোলা। অনেকেই বলছে, মানুষ ধাক্কাধাক্কি করলে করোনায় আক্রান্ত রোগী বাড়বে। বাড়লে বাড়ুক, মানুষ কিছুটা মরে যাক। এভাবে ঘরে ইদ করার চেয়ে, শপিং করে, বাইরের জগৎ দেখে মরে যাওয়া অনেক ভালো।
আর কিছু মানুষ মরলে বাংলাদেশের কারো কিচ্ছু যায় আসে না। আমাদের জনসংখ্যা অনেক। শপিং করে কিছু মানুষ কমে যাক।
আমি কিন্তু এবার সিঙ্গাপুরে যাবো, শপিং করতে।
লেখক শওকত সমুদ্র
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24