সোমবার, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তার সরকারের পদত্যাগের ঘোষণা দেন তিনি।
বিবিসি জানায়, বৈরুত বন্দরে বিস্ফোরণের জেরে জনগণের ক্ষোভের মুখে দেশটির নয় জন এমপি ও মন্ত্রিসভার চার সদস্য পদত্যাগ করেছেন। বৈরুতে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ফুঁসছে গোটা শহর। রোববার, শহরটিতে দ্বিতীয়বারের মতো সহিংসতার ঘটনা ঘটে। সরকারের প্রতিক্রিয়া নিয়ে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
এর আগে প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা জানিয়ে একে একে পদত্যাগ করেন দেশটির তথ্য, পরিবেশ, অর্থ আর আইন মন্ত্রী। সরে দাঁড়ান বেশ কয়েকজন এমপিও। বৈরুত বিস্ফোরণে সরকারের অবহেলা আর দুর্নীতির অভিযোগ এনে গত পাঁচ দিন ধরে বিক্ষোভে উত্তাল লেবানন।
বিভিন্ন মন্ত্রনালয় ঘেরাও ও ভাংচুর করে বিক্ষোভকারীরা। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে আহত হন কয়েকশো মানুষ। এদিকে লেবাননকে জরুরী মানবিক সহায়তায় বাংলাদেশের পক্ষ থেকে ৯ টন খাদ্য ও দুই টন চিকিৎসা সামগ্রী পৌঁছেছে দেশটিতে।
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের কারণ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানিয়েছিলেন, ছয় বছর ধরে বৈরুত বন্দরে অরক্ষিত অবস্থায় রাখা ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট কোনোভাবে প্রজ্জ্বলিত হয়ে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে। শহরের কেন্দ্রস্থলের কাছে গুদামে এত বিপুল পরিমাণ বিপজ্জনক উপাদান রেখে দেওয়ার ঘটনায় সরকারের অবহেলাকেই দায়ী করেন বিক্ষুব্ধ লেবাননবাসী।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24