73515726 1442093682632010 1676417463245340672 n
টপবাংলা নিউজ অনলাইন ডেস্ক।
১৫ অক্টোবর, ২০১৯, ১৪:৫০।
লক্ষীপুর প্রতিনিধি:এটি এম কামরুজ্জামান ।
লক্ষীপুর মানব কল্যাণ পাউন্ডেশন এর পক্ষ থেকে গুনীজনদের কে সংবর্ধনা দেওয়া হয়েছে(১২ অক্টোবর)শনিবার বিকাল ৩ টায় । উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন (সাধারন সম্পাদক আওয়ামীলীগ লক্ষীপুর জেলা শাখা)অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড.মাকসুদ কামাল(সভাপতি,ঢ়াকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রধান উপদেষ্টা লক্ষীপুর মানব কল্যাণ ফাউন্ডেশন)অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন এম এ তাহের (মেয়র লক্ষীপুর পৌরসভা) একে এম হুমায়ুন কবির(সভাপতি,জেলা আইনজীবি কমিটি)ডা:আশফাকুর রহমান মামুনির(উপ-পরিচালক পরিবার পরিকল্পনা ও সভাপতি,বি এম এ লক্ষীপুর)এবং অধ্যাপক মুহাম্মদ হাবিবুর রহমান(সাধারণ সম্পাদক,জেলা আইনজীবি সমিতি,লক্ষীপুর)অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন মুহাম্মদ আবদুল্লাহ (সভাপতি লক্ষীপুর মানব কল্যাণ ফাউন্ডেশন)। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,আমি অত্যান্ত গর্ববোধ করি আজকে মানব কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে গুনীজনদেরকে সম্মানিত করার জন্য আজকে যেমন আমরা গুনীজন সম্মাননা পেয়েছি তেমনি করে আজকের ছাত্ররায় আগামি দিনের গুনীজন এটা আমি বিশ্বাষ করি। আমাদেরকে সদ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে হবে ইসলাম সর্ব শান্তির ধর্ম এটা অসিকার করা যাবে না।আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিৎষত। শিক্ষাই জাতির মেরুদন্ড। ছাত্রদের উদ্যেশে আমি একটা কথা বলতে চায় তোমরা মন দিয়ে লেখাপড়া করো দেখবে তোমরাও একদিন গুনীজন হতে পারবে। পরে অনুষ্ঠানে ৮ জন গুনীজন কে পুরষ্কিত করা হয়েছে। পুরষ্কিত গুনীজনরা হলেন,(১)যায়ের এজাজ মাস্উদ(এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট) (২নং)প্রফেসর মো.মাইন উদ্দীন পাঠান(অধ্যক্ষ লক্ষীপুর সরকারি কলেজ) (৩নং)প্রফেসর ননী গোপাল ঘোষ(সাবেক অধ্যক্ষ,রায়পুর সরকারি কলেজ,রায়পুর লক্ষীপুর) (৪নং)মো.মনছুরুল হক(প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ,লক্ষীপুর সরকারি মহিলা কলেজ (৫নং)মোবাশশের আহম্মেদ(সহকারী অধ্যাপক,লক্ষীপুর সরকারি কলেজের বি,এন,সি,সির ক্যাপ্টেন) (৬নং)মো.আবদুল মতির(সহকারি প্রধান শিক্ষক,লক্ষীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় (৭নং)সোলতান আহমেদ চৌধুরী(প্রাক্তন প্রধান শিক্ষক,লক্ষীপুর সরকারি টাউন প্রাথমিক বিদ্যালয় (৮নং)মাওলানা আবু তাহের (প্রতিষ্ঠাতা পরিচালক,চর মটুয়া আল আরাবিয়া দারুল উলূম মাদ্রাসা)সহ প্রমুখ।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24