download
লক্ষ্মীপুরে গৃহবধূ রাণী (৩৫) কে জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে রাতের আধারে বসত ঘরে ঢুকার চেষ্টা করে লম্পট সবুজ ও তৈয়ব আলী । বুধবার (১০ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই গৃহবধূ বাদী হয়ে সবুজ (৩৮) আবু তৈয়বকে বিবাদী করে মামলা করেন বলে সাংবাদিকদের কে জানানো হয় । বুধবার (১০অক্টোবর) বাদীর আইনজীবী ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রহমতুল্লাহ বিপ্লব বলেন, মামলাটি তদন্ত করার জন্য গোয়েন্দা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন আদালত। ঘঠনাটি ঘটে, (৮অক্টোবর) আনুমানিক রাত ৮.০০ টায় সদর উপজেলার লাহারকন্দি ইউনিয়নে ৬নংওয়ার্ড চাঁন বাদশার বাড়ি বাদীর নিজ বসত ঘরে এ ঘটনা ঘটে । আসামি সবুজ লাহারকান্দি ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক একই গ্রামের নুর মিয়ার ছেলে । আবু তৈয়ব মৃত আব্দুল গফুরের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা সন্ত্রাসী, চরিত্রহীন, লম্পট, নারী নির্যাতনকারী, দুস্কৃতি প্রকৃতির লোক। তারা দীর্ঘদিন যাবত বাদীকে কুপ্রস্তাব দিয়ে আসছে। বাদী (রাণীর) সাথে কথা বললে গণ-মাধ্যম কবর্মী দেরকে জানায় যে , স্বামী বাড়িতে না থাকলে, প্রায়ই বিবাদী সবুজ ও তৈয়ব আমাকে কুপ্রস্তাব দেয় ও ঘরে ঢুকার চেষ্টা করে আসছিল। ঘটনার দিন রাতে আমি আমার স্বামীর সাথে ঘরেই ছিলাম, প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বাহিরে টয়লেটে যাই, টয়লেট শেষে ঘরে ফেরার সময়, লম্পট সবুজ ও তৈয়ব আমাকে ধর্ষণের উদ্দেশ্যে ঝড়াইয়া ধরে আমি শৌর চিৎকার দিলে স্বামী আজাদ, ননদ আখিঁসহ আমার লোকজন এসে বিবাদীদের ঝাপটাইয়া ধরিলে তাদের হাতে থাকা তছলাইট দিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে এতে আমার স্বামী আজাদ, নদন আখিঁ ও বাদী রাণী আহত হয়। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয় যার রেজিষ্ট্রেশন নং ৬৪০১/১, ৬৪০২/৩, ৬৪০৩/৪, তাং০৮/১০/২০১৯ইং বাদী রাণী আরো বলেন, এ বিষয়ে বিচার বা আইনি আশ্রয় নিলে বিবাদীরা গণধর্ষণ ও গুম করবে বলে হুমকি দেয়। বাদীর স্বামী আজাদ এর সাথে কথা বললে সাংবাদিকদের জানায় যে , আমি তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়,পরে বিষয়টি এলাকার মুরুব্বিদেরকে জানাই । তারা সালিশের কথা বলে। আমি রাজি হয়। কিন্তু বিবাদীরা সন্ত্রাসী, ধর্ষণকারী, চরিত্রহীন হওয়ায় সালিশ মানেনা । তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার স্ত্রীকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেয়। এলাকায় সুষ্ঠু বিচার না পাওয়ায় আমার স্ত্রী লক্ষ্মীপুর কোর্টে মামলা দায়ের করে। এ বিষয়ে জানতে চাইলে সবুজ সাংবাদিকদের জানান, তারা আমার বাবা মায়ের নাম ধরে গলি দেওয়ার কারনে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24