Screen Shot 2020 05 07 at 2.26.57 AM
রোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে সব খেলায় ফুটস্টপ পড়ে গিয়েছে। সবকিছু ঠিক থাকলে এই সময় আইপিএলে ব্যস্ত থাকতেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু সে উপায় নেই ঘরবন্দি জীবন কাটছে তাঁরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরেও অনিশ্চয়তা। ঠিক তেমনই মহেন্দ্র সিং ধোনির ভারতীয় দলে ভবিষ্যত্ কি, প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। এই সব চর্চার মাঝেই মাহি আছেন নিজের খেয়ালেই। মেয়ে জিভার সঙ্গে ফার্ম হাউসে ক্যাচ প্র্যাকটিস করছেন। আর সেখানে বাবা-মেয়ের সঙ্গী তাদের পোষ্য।
লকডাউনে একাধিকবার জিভাকে নিয়ে ফার্ম হাউসে বাইকে চড়িয়ে আনন্দ দিয়েছেন ধোনি। এবার বল হাতে নেমে পড়লেন ধোনি-জিভা। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে ফার্ম হাউসে বসে রয়েছেন মাহি। পোষ্যটিকে বল ছুঁড়ছেন জিভা.. এরপর ধোনি শিখিয়ে দিচ্ছেন কীভাবে বল থ্রো করতে হয়। পোষ্য অবশ্য নিজের খেয়ালেই রয়েছে। খুব একটা পাত্তা দিতে সে নারাজ।এই অবসরে অবশ্য মেয়ের সৌজন্যে আবার যেন ক্রিকেটে ফিরে এলেন ধোনি। হোক না শুধু ক্যাচ প্র্যাকটিস, সেটাই বা কম কিসের!
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24