ssssssssssssssssss
ঢাকা: রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরে যাবার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছে জাপান। রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় সহযোগিতা বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। আর জাপানি নাগরিকদের জন্য ট্রাভেল অ্যালার্ট পর্যালোচনার অনুরোধ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এসব আলোচনা হয়।
সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর জাপানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তারো কানো।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এসময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো বলেন, “রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন চায় জাপান। রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি ও তাদের প্রত্যাবাসনে আমরা প্রয়োজনীয় সহযোগিতা দেবো”।
তিনি বলেন, “বাংলাদেশ ও জাপান পরীক্ষিত বন্ধু। দুই দেশ একে অপরের পাশে থাকবে। বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে জাপান ওডিএ (সরকারি পর্যায়ে উন্নয়ন সহযোগিতা) অব্যাহত রাখবে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, এছাড়া হলি আর্টিজান হামলা তদন্ত শেষে গত ২৩ জুলাই চার্জশিট দেওয়া হয়েছে বলেও আমরা জানিয়েছি। হলি আর্টিজান হামলার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমরা জাপানকে অবহিত করেছি। আমি আশা করবো সন্ত্রাস ও জঙ্গিবাদ লড়াইয়ে জাপান বাংলাদেশের পাশে থাকবে।
একই সঙ্গে তাদের ট্রাভেল অ্যালার্ট পর্যালোচনা করার জন্য অনুরোধ জানান তিনি।
একদিনের সফরে ঢাকা এসেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। মিয়ানমার সফর শেষে তিনি ঢাকায় আসেন। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। আজ রাতেই জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ত্যাগ
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24