Screen Shot 2020 05 07 at 2.22.18 AM
যে কোনও দেশের পেসারদের কোচিং করানোর ইচ্ছা প্রকাশ করলেন শোয়েব আখতার। এমনকি, ভারতের কাউকে কোচিং করাতেও আপত্তি নেই তাঁর।
সোশ্যাল মিডিয়ায় ৪৪ বছর বয়সি পেসার সোজাসুজি বলেছেন যে, আগ্রাসী ও দ্রুতগতির বোলার তুলে আনাই তাঁর লক্ষ্য। আর তার জন্য কাঁটাতারের কথা মাথায় রাখতে চান না একেবারেই। শোয়েব বলেছেন, “হ্যাঁ, নিশ্চিত ভাবেই ভারতের পেসারদেরও কোচিং করাতে চাই। আমার কাজ হল জ্ঞান সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। আমি যা শিখেছি সেই জ্ঞান সবাইকে দেওয়াই লক্ষ্য।” শোয়েব আরও বলেছেন, “আমি আরও আগ্রাসী, পেসার তৈরি করব। যাঁরা এখনকার বোলারদের থেকে ব্যাটসম্যানদের সঙ্গে ‘কথা’ও বেশি বলবে। যাঁরা ব্যাটসম্যানদের এমন কথা বলবে যে, সবাই তা উপভোগ করবে।” ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও বোলারদের কোচিং করাতে চান বলে জানিয়েছেন শোয়েব। শোয়েবের এই মন্তব্য অনেককেই বিস্মিত করেছে। দু’দেশের সম্পর্ক তিক্ত। ২০১২ সালে শেষ বার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এখন আইসিসি ইভেন্টেই শুধু দেখা হয় দুই দলের। ফলে আগ বাড়িয়ে শোয়েবের ভারতীয় পেসারদের কোচিং করানোর ইচ্ছাপ্রকাশ অনেককেই চমকে দিয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24