image 78597
মেসির জোড়া গোল করার পাশাপাশি সতীর্থদেরকে পাস দিয়ে করালেন দুটি। গোল উৎসবে যোগ দিলেন তিনি সহ লুইস সুয়ারেস, উসমান দেম্বেলেরা। যাতে প্রথমবারের মতো লা লিগায় উঠে আসা সোসিয়েদাদ দেপোর্তিভা হুয়েস্কাকে পাত্তা দিলনা বার্সেলোনা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত জ্যোতি ছড়ালেন লিওনেল মেসি।
শেষে হ্যাটট্রিক পূরণের সুযোগ এসেছিল মেসির সামনে। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে একা ডি-বক্সে ঢুকে পড়লে, সুয়ারেস এর গোলরক্ষক ছুটে গিয়ে ফেলে দিলে পেনাল্টি পায় বার্সেলোনা। তাতে স্পট কিক না নিয়ে সতীর্থকে ছেড়ে দেন অধিনায়ক। সফল স্পট কিকে নিজের দ্বিতীয় এবং দলের অষ্টম গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার।
তিন ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24