mahia mahi hd wallpaper 03
বাংলাদেশে ইউটিউবে মাহির জনপ্রিয়তা খুবি,হলেও।ঈদুল আজহাতে তাঁর মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘জন্নাত’ ২৩ হলে ও মনে রেখো ৭০টি হলে মুক্তি পেয়েছে।যা দর্শকপ্রিয়তা পেয়েছে।কলকাতাতেও তার অভিনয় প্রশংসিত।
৩১ আগস্ট(শক্রবার)মুক্তি পেতে চলেছে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় মাহির নতুন ছবি ‘তুই শুধু আমার’।
এর আগে যৌথ প্রযোজনায় ‘অগ্নি ২’ এবং ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবিতে অভিনয় করেছেন মাহি। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়ছে, ‘তুই শুধু আমার’ যৌথ প্রযোজনায় মাহির তৃতীয় ছবি। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এ ছবিতে মাহির সঙ্গে অভিনয় করেছেন সোহম এবং ওম।
‘তুই শুধু আমার’এ ছবিতে মাহি এক মডেলের চরিত্রে অভিনয় করেছেন। এ মডেলের জীবন অনেক উচ্চাকাঙ্খার। তা পূরণে নানা ঘটনা ঘটে। সে নিয়ে এগিয়েছে ছবির গল্প। দু নায়কের সঙ্গে কীভাবে সম্পর্কে জড়িয়ে পড়েন তা রয়েছে চিত্রনাট্যে।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24