নিজস্ব প্রতিবেদকঃ গত ৮ মে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের মাঝে ১২ রকমের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী (চাল, ডাল, ছোলা, আলু, পেঁয়াজ, তেল, লবণ, চিনি, মুড়ি, নুডুলস, চিঁড়া, সেমাই) ভর্তি ভালোবাসার ব্যাগ বিতরণের মাধ্যমে স্বপ্ন মিছিল এর ৬১ তম প্রজেক্ট সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ ২০২০ সম্পন্ন হয়েছে।
রিক্সা, মোটরসাইকেল, ভ্যান কিংবা পায়ে হেঁটে স্বপ্ন মিছিল সদস্যরা বিভিন্ন টীমে ভাগ হয়ে, বিভিন্ন জায়গায় প্রতি পরিবারের কাছে পৌঁছে দিয়েছে ১২ রকমের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ভর্তি ভালোবাসার ব্যাগ। অনেকে অাবার এই ভালোবাসার ব্যাগ সংগ্রহ করে নিয়েছে স্বপ্ন মিছিল এর কার্যালয় থেকে।
স্বপ্ন মিছিল এর প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি অভিজিত বড়ুয়া রৌদ্র বলেন, কেউ যাতে আমাদের ভালোবাসার ব্যাগ নিতে গিয়ে বিব্রত, লজ্জিত কিংবা সংকোচ বোধ না করেন, সেজন্য আমরা তাদের বাসার ভিতরে থাকতে বলেছি। আর আমরা খাদ্য সামগ্রী ভর্তি ভালোবাসার ব্যাগ তাদের বাসার সামনে রেখে এসেছি। স্বপ্ন মিছিল সদস্য অনয়, জনি, রিমন, সাব্বির, আশিক, বিপলু, ইমরান, আরাফাত, শিলা, রানার তত্বাবধানে স্বপ্ন মিছিল এর অন্যান্য সদস্যরা বিভিন্ন টীমে ভাগ হয়ে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে এবং আগামীতে এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য স্বপ্ন মিছিল ১০ অক্টোবর ২০১০ সালে যাত্রা শুরুর পর থেকে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ফল উৎসব, দূর্গত এলাকায় ত্রাণ বিতরণ, ইফতার ও ঈদবস্ত্র বিতরণ, রেইনকোট বিতরণ, সুবিধাবঞ্চিতদের সাথে নিয়ে বর্ষপূর্তি উদযাপন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সর্বোপুরি বিভিন্ন সেবামূলক , সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম স্বপ্ন মিছিল সদস্যদের নিজস্ব অর্থায়নে প্রজেক্ট আকারে পরিচালনা করে আসছে।
মুহাম্মদ আরফাত হোসেন, চট্টগ্রাম।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24