priyanka 20171103124421
নিয়মিত সংবাদমাধ্যমের আলোচনায় এখন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। একদিকে মার্কিন পপ তারকা নিকের সাথে বাগদান প্রসঙ্গ, অন্যদিকে বলিউডের ‘ভারত’ ছবি থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গ। নিকের সাথে বাগদান নিয়ে অনেকের শুভেচ্ছা পেলেও ‘ভারত’ ছবি থেকে সরে যাওয়া নিয়ে সমালোচনার তোপে পড়তে হয়েছে তাকে। কারণ নিকের সাথে সম্পর্কের আগে থেকে প্রিয়াঙ্কা অনেকটা হলিউড কেন্দ্রিক। অনেকদিন পর নতুন একটি বলিউড সিনেমায় অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত সরে গেলেন তিনি। তাই সমালোচকরা ভাবছেন প্রিয়াঙ্কা হয়তো গাঁটছড়া বেঁধে বলিউড থেকে বিদায় নিচ্ছেন। আর এত সমালোচনায় খেপেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত ইচ্ছায় ভারত সিনেমাটি করছি না। এখানে যারা বিভিন্ন কারণ খোঁজার চেষ্টা করছেন তা অযৌক্তিক। এর আগেও অনেকে অনেক সিনেমা থেকে সরে গেছেন। এটা খুবই স্বাভাবিক একটি বিষয়।’ ফারহানের ‘স্কাই ইস পিঙ্ক’-এ এরিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা। যেখানে জায়রার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করবেন ফারহান ও প্রিয়াঙ্কা।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24