corona
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। প্রাণঘাতি এ ভাইরাসের তাণ্ডবে জনজীবন আজ বিপর্যস্ত। কোনো প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় হতাশার মাত্রা ক্রমেই তীব্র হচ্ছে। আক্রান্ত ও মৃতের সংখ্যাও স্থিতিশীল রাখা যাচ্ছে না।
করোনা নিয়ে প্রতিনিয়ত আপডেট দিচ্ছে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটার। তাদের ওয়েবসাইটে আজ শনিবার রাত ১০টার দেখা গেছে, সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ লাখ ৪১ হাজার মানুষ মারা গেছেন। মোট আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৩২ হাজার ৩০২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৫ হাজার ৫০৫ জন মানুষ।
এর মধ্যে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ শতাধিক মানুষের। দেশটিতে নতুন আক্রান্ত হয়েছেন ৫ হাজার মানুষ। মোট মৃত্যু ৬৬ হাজার ছাড়িয়েছে। দেশটিতে প্রায় ১০ লাখ ৬৯ হাজার মানুষ প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত।স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু হয়েছে ৩শ’ জনের মতো। নতুন আক্রান্ত আড়াই হাজারের অধিক। দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ৪৫ হাজার ৫৬৭। মোট মৃত্যু সাড়ে ২৫ হাজার ১শ’।
ইতালিতে মোট আক্রান্ত ২ লাখ ৭ হাজার ৪২৮ জন। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ২৩৬ জন মানুষের। ফ্রান্সে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৩৪৬। মোট মৃত্যু ২৪ হাজার ৫৯৪। জার্মানিতে মোট মৃত্যু ৬ হাজার ৭৩৬শ। মোট আক্রান্ত ১ লাখ ৬৪ হাজার ৩১৬ জন।যুক্তরাজ্যে মোট মৃত্যু ২৭ হাজার ৫১০। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৪৫৪।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24