a68ebb3c9260b668e661957fc2d7d891 5c1d0fc443358
শুরুতেই ‘মাতাল’র পাল্লায় পড়েছিলেন ঢাকাই ছবির উঠতি মুখ অধরা খান। এই মাতালের নাম সাইমন। খানিক বাদেই দেখা পেলেন ‘নায়ক’ বাপ্পী চৌধুরীর। প্রথম দুই ছবিতে নিজেকে ভালোই সামাল দিলেন এই নবাগতা। দুটোই গত অক্টোবরের খবর। অধরা খানসম্প্রতি জানালেন নতুন চ্যালেঞ্জর কথা। কারণ, ‘মাতাল’ আর ‘নায়ক’ পেরিয়ে এবার অধরা পড়তে যাচ্ছেন এক ‘বখাটে’র মধুর যন্ত্রণায়! শাহীন সুমনের নতুন এই ছবিটির জন্য চুক্তিবদ্ধ হলেন সম্প্রতি। তবে ‘বখাটে’ হিসেবে পর্দায় তিনি কাকে পাচ্ছেন- সেটি ফাঁস করছেন না এখনই। বলছেন, ‘বখাটে হিসেবে দারুণ কাউকেই পেতে যাচ্ছি। তবে পরিচালক সবুজ সংকেত না দিলে আগাম বলা ঠিক হবে না। সত্যি বলতে আমি নিজেও উচাটন হয়ে আছি বখাটের পরিচয় জানার জন্য।’ এদিকে ‘বখাটে’র পরিচয় এখনও নিশ্চিত না করলেও নির্মাতা শাহীন সুমন নিয়ে ভালোই উচ্ছ্বসিত অধরা খান। বললেন, ‘শাহীন সুমন নামটি আমার কাছে অনেক সম্মানের। তার হাত ধরেই সিনেমায় পথ চলছি। তার নতুন ছবিতে আমাকে ভেবেছেন, সেটা আমার জন্য অনেক আনন্দের একটি ব্যাপার। বখাটে হিসেবে যাকেই পাই না কেন, আমি চেষ্টা করবো পরিচালকের চাওয়া অনুযায়ী পর্দায় নিজেকে মেলে ধরতে।’ বলে রাখা দরকার, ‘মাতাল’ ছাড়াও একই পরিচালকের ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমাতে কাজ করেছেন অধরা খান। ছবিটি মুক্তির মিছিলে আছে। অন্যদিকে অধরার অভিষেক ছবি ‘নায়ক’ নির্মাণ করেছেন ইস্পাহানী আরিফ জাহান। কদিন আগে একই পরিচালকের ‘ড্রিমগার্ল’ নামের একটি ছবিতেও যুক্ত হয়েছেন তিনি। ছবিটির শুটিং চলছে। গত অক্টোবরে কাছাকাছি সময়ে মুক্তি পাওয়া ‘নায়ক’ ও ‘মাতাল’ ছবি দুটি নিয়ে বেশ স্বস্তিতে আছেন অধরা খান। তার ভাষাতেই অনুমেয়, ‘ছবি দুটি ভালো ব্যবসা করেছে। আমি সম্মানিত হয়েছি দর্শকরা আমাকে গ্রহণ করেছেন। আমি চেষ্টা করছি আগামী ছবিগুলোয় নিজের ভুলত্রুটি সামলে আরও গ্রহণযোগ্য হয়ে ওঠার। এর জন্য সবার দোয়া প্রত্যাশা করি।’
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24