bbbbbbbbbbb
পাকিস্তানের তের’তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ডা. আরিফুর রেহমান আলভি। তিনি হলেন প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থী। চার সেপ্টেম্বর(মঙ্গলবার) পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পাকিস্তান নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে,বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজের প্রতিবেদনে বলা হয়, আজ পাকিস্তানের স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালটে এ ভোট গ্রহণ চলে।
প্রসিডেন্ট নির্বাচনের ভোটে ড.আলভি ৪৩০ ভোটের মধ্যে পেয়েছেন ২১২ ভোট। সরকারিভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা চলার কথা বলা হলেও প্রাথমিকভাবে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন দলের এই নেতার নির্বাচিত হওয়া নিয়ে চলছে আনন্দ মিছিল। ৮ সেপ্টেম্বর বর্তমান প্রেসিডেন্ট মামনুন হোসাইনের মেয়াদ শেষ হতে হচ্ছে।
প্রসিডেন্ট নির্বাচিত হওয়া প্রায় নিচ্ছিত ড.আলভি বলেন, আজ থেকে আমি শুধু পিটিআইয়ের মনোনীত রাষ্ট্রপতি নই, আমি এখন পুরো জাতির ও সব দলের রাষ্ট্রপতি। আমার কাছে সব দলের সমান অধিকার থাকবে।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24