14364296942069
ঔষধি নিশিন্দা গাছের গুণাগুনঃ নিশিন্দার ফুল,বীজ ও মূল ভেষজ্ ঔষধ হিসেবে ব্যবহারিত হয়ে থাকে। নানান ধরনের চর্মরোগ,সর্দি,হাঁপানি,গলগণ্ডসহ অনেক রোগে নিশিন্দা ব্যবহারে রোগ উপশম হয়ে থাকে।
অন্যদিকে জ্বর,বাতজ্বর,মাথায় টাকপড়া,আমাশয়,শরীরের মেদ,ঋতুস্রাব,মুখের ঘা,যকৃৎ ও প্লীহার বৃদ্ধিতে নিশিন্দার ফুল, বীজ এবং শিকড়ের ব্যপক ব্যবহার লক্ষণীয় ছিল।
দেশের বিভিন্ন অঞ্চলে শিশুর কান্না থামানোর জন্য নিশিন্দার পাতা বেঁটে শরীর মালিশ করা হয়, কোথাও কোথাও পাতা সেদ্ধ করে সে পাতার পানি দিয়ে শিশুকে গোসল করানো হয়।
নিশিন্দা গাছের শাখার ডগায় এক গোছা খুব ছোট আকারের বেগুনি রঙা ফুল। একটি পাতা দুই থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত লম্বা। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে নিশিন্দা গাছে ফুল ফুটে।
নিশিন্দা বাংলা নাম। নিশিন্দাকে সামালু/নিশিন্দে/নিগুণ্ডী নামেও ডাকা হয়। সংস্কৃতে সিন্দুভার,ইন্দ্রাণী/নীলা নির্গুণ্ডি। চাকমা ভাষায় নিশিন্দা হলো গাউর বো,মারমারা ভশায় চয়েং মাইন। যার ইংরেজি নাম চেস্ট ট্রি (chaste tree)। দেশের অনেক অঞ্চলে এ পত্রঝরা গুল্ম অথবা গাছটির দেখা পাওয়া যায়। তবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বেশি দেখা যায়।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24