সাহেদ কামাল সোহেব
নিমতী সমুদ্র সৈকতে প্রকৃতি এসে নিজের সরুপে মেলেছে বৈচিত্র এক অপুর্ব মেলা। অন্য দিকে পর্যটক সমাগমের কৌশল হিসাবে উদ্দিপনার কর্ম পরিল্পনা ব্যাক্ত করেছেন জাহাজমারা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মোঃ মাসুম বিল্লাহ।তিনি ব্যক্তি অর্থায়নে আয়োজন করেছেন নানান বিনোদন মুলক কর্মমালা। হাতিয়ার সস্কৃতিতে খেলাধুলা শিশু, কিশোর, যুবকদের সামাজিকিকরণের ব্যাপক গুরুত্ব বহন করে আসছে।
সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে নাগরদোলা, মোটরসাইকেল রেচ, নৌকাদোলা র্যাফের ড্র সহ আরো অনেক কিছু।
নিমতলী সমুদ্র সৈকত এ বৈশিষ্ট হলো বিশাল বিশাল মাঠ, ম্যানগ্রোভ বল, দলে দলে বলিষ্ঠ হরিণ, নানান রঙের পাখি। সমুদ্রে আছে জীববৈচিত্র। নিমতীল সমুদ্রে যে চেউয়া ও ইলিশ মাছ পাওয়া তা বিশ্বের অন্য কোথও নেই।
নিমতলী সমুদ্র সৈকতে আছে মোহাম্মদ আলী ফুটবল মাঠ। আরও আছে ক্রিকেট, হাডুডু, ব্যাডমিন্টন সহ প্রায় সব ধরণের খেলার মাঠ।
২০২২২ সালে শুরু হতে যাচ্ছে আশীক আলী (অমি) গোল্ডকাপ ফুটবল। তরুণ অমি সাহেব হলো, হাতিয়া উপজেলা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী ও হাতিয়ার সাংসদ আয়েশা ফেরদাউস দম্পত্তির জ্যৈষ্ঠপুত্র।আগামী প্রজন্মের সুথে দুখের সাথী হিসাবে অমি সাহেব হবেন কান্ডারী।
আশীক আলী অমি গোল্ডকাপ আয়োজন করছেন নিমতলী সী- বীচ কমিটি। খেলা পরিচালক কমিটির আহ্বায়ক সাবেক মেম্বার ডাঃ বেলায়েত হোসেন ফোনঃ ০১৭১০২৬৭০৪৫।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24