DAILYSUN HASINA
টপবাংলা নিউজ২৪ অনলাইন ডেস্ক।
২০, অক্টোবর, ২০১৯, ২০:০৪
ভোলায় ফেসবুক হ্যাকিং করে যারা নবী সম্পর্কে কূটক্তি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সন্ধ্যায় গণভবনে যুব লীগের সপ্তম কংগ্রেসকে সামনে রেখে সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।
এ সময় সাম্প্রতিক ইস্যুর ব্যাপারে বলেন, অন্যায়ভাবে যারা প্রভাব প্রতিপত্তি খাটিয়ে রাতারাতি ধনী হয়েছে। তৃণমূলের সাথে বৈষম্য দূর করতে তাদেরও ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ভোলার অপ্রীতিকর ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, একটি বিশেষ শ্রেনী এই পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে চাইছে। সন্ত্রাস, জঙ্গীবাদ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে কোন অন্যায়কারীরা এড়াতে পারবে না বলেও জানান সরকার প্রধান।
এর আগে যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের নেতৃত্বে প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন, শহিদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, অ্যাডভোকেট বেলাল হোসাইন, আলতাব হোসেন বাচ্চু, চয়ন ইসলাম, ড. আহম্মেদ আল কবির, মো. সিরাজুল ইসলাম মোল্লা, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, শাহজাহান ভূইয়া মাখন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ডা. মোখলেছুজ্জামান হিরু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ, আমির হোসেন গাজী, মুহা. বদিউল আলম, ফজলুল হক আতিক, আবু আহম্মেদ নাসিম পাভেল, আসাদুল হক, এমরান হোসেন খান ও আজহার উদ্দিন গনভবনে উপস্থিত হয়।
বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুবলীগের সাবেক চেয়ারম্যান আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত রয়েছেন।
Pingback: সাহসী শেখ হাসিনা সরকারের সাহসী ও মানবিক প্রয়াস বিশ্বব্যাপী প্রশংসিত
Pingback: তামিম ইকবাল জাতিসংঘের সংস্থা ডব্লিউএফপির জাতীয় গুডউইল অ্যামবাসেডর
Pingback: ফ্লয়েড হত্যা নিয়ে এক পুলিশ আধিকারিকের ঝাঁজালো মন্তব্য
Pingback: ভুয়া ফেসবুক আইডি DR. Sabrina flora নামে বেশ কয়েকটি
Pingback: বেইলী স্কুল: ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮জন A+,৩জন A
Pingback: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
Pingback: করোনা মুক্ত হবে কোন দেশ কবে, হিসেব কষে ভবিষ্যদ্বাণী করলেন বিজ্ঞানীরা
Pingback: ফ্যাটি লিভার ব্যাধি | হেপাটিক স্টিটোসিস নামেও পরিচিত | Top Bangla News 24
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24