100229f75f8c73b833fed635fca2b7c1 598b25fe7e405 1
৩ হাজার ৮৮ কোটি টাকা ব্যয়ে নয় প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)।
মঙ্গলবার (১৪ আগস্ট) রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, একনেক সভায় মোট নয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয় তিন হাজার ৮৮ কোটি টাকা।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24