fdfdfdfdfddd
দুই বছর আগে মুক্তি পাওয়া ‘দ্য কনজুরিং ২’ ছবির অভিজ্ঞতা দর্শকদের ভুলে যাওয়ার কথা নয়। সেই রোমহর্ষক দৃশ্যগুলো মনে করলে অনেকেই আঁতকে উঠবেন এখনও। ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়া ছবিটি আলোড়ন সৃষ্টি করেছিলো বক্স অফিসেও। এরপর থেকে শুরু হয় সিরিজের পরবর্তী ছবি নিয়ে আলোচনা। যার পারদ ক্রমশ ওপরে উঠেছে নতুন ছবি মুক্তির ঘোষণায়।
‘দ্য কনজুরিং ২’-এর সেই সন্নাসীকে মনে আছে নিশ্চয়ই। লরেনের চোখের সামনে বারবার যে চলে আসতো। সেই ভালাককে নিয়েই এবার গোটা একটা ছবি। কনজুরিং ফ্রাঞ্চাইজির নতুন এ ছবির নাম ‘দ্য নান’। গত ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ছবিটি। ঢাকার স্টার সিনেপ্লেক্সে দ্য নান ছবি দেখার জন্য উপচে পড়া ভিড় । সন্নাসিনীদের নিয়ে এতদিন যে ধরণের ছবি দেখেছেন দর্শক সেই অভিজ্ঞতা একেবারেই বদলে দিয়েছে পারে ‘দ্য নান’। ‘সিস্টার অ্যাক্ট’, ‘সাউন্ড অব মিউজিক’-এর সন্নাসিনীদের মতো ইনি একেবারেই নন। ‘কনজুরিং’, ‘অ্যানাবেল’-এসবের উৎসের আগে ভালাকের জন্ম। কিভাবে সৃষ্টি হয়েছিলো এই ভৌতিক চরিত্রটি? সেটাই ছবিটিতে দেখিয়েছেন পরিচালক করিন হার্ডি।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24