রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় জাবালে নূরের বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় পরিবহনের মালিক মো. শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১-এর একটি দল।
১ আগস্ট, বুধবার সন্ধ্যায় র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ওই খুদেবার্তায় কবে, কখন গ্রেফতার করা হয়েছে, তা জানানো হয়নি।
গত ২৯ জুলাই, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24