bb 1432466368
২৭ আগস্ট(সোমবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী। নজরুল শুধু কবি নন তিনি মানতার মহান নায়ক,বিপ্লবী,প্রেমিক ইত্যাদি। তিনি যেমন হাম-নাত লেখেছেন, গেয়েছেন, তেমনি কৃষ্ণ প্রেমে মোলয়েম হয়ে গেয়েছেন, লিখেছেন স্যামা-সঙ্গীত। ঢাকা মহানগরে আয়োজিত বিভিন্ন স্মরণসভায় অনেক প্রতিষ্ঠ নজরুলকে বিশ্লেষণ করছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সকল ধর্মের মধ্যে সোহার্দপূণ চেতনার জাগিয়ে দিয়েছেন।তিনি প্রথম বাংলাদেশ নামটি লিখেন। যদিও এ নামটি উচ্চারিত হতো তার পূর্ব থেকে। সোহরাওয়ার্দী মৃত্যুবর্ষিকীতে,১৯৭৯ এর ৫ ডিসেম্বর বাঙালি জাতির পিতা পূর্ব বাংলার নাম বাংলাদেশ বলে ঘোষণা করেণ।
জন্ম ও মৃত্যু মাঝে নজরুল সৃজনশীল কর্ম, মুক্ত মনন,কোমল মোলায়েম প্রেম,আদর্শিক জীবন আমাদের দেখিয়ে দিয়েছেন। তিনি মহা বিশ্বে অমর হয়ে আছেন,থাকবেন। যদিও তিনি সম্যের কবি, তার পরেও বিদ্রোহী কবিতা তার সম্যের কবিতা না, ওটা দ্রৌহের কবিতা।
আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24