এদিন কানাডার পার্লামেন্টের সামনে হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে ‘নো জাস্টিস=নো পিস’ নামে র্যালিতে অংশ দেন ট্রুডো। এসময় দেহরক্ষী ও বেশ কয়েকজন সংসদ সদস্য তার সঙ্গে ছিলেন।
যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে অংশ নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার অটোয়ায় অনুষ্ঠিত বর্ণবাদ-বিরোধী র্যালিতে যোগ দিয়ে রাস্তায় হাঁটু গেড়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি।
সমাবেশে প্রায় এক ঘণ্টার মতো ছিলেন কানাডীয় প্রধানমন্ত্রী। তবে এসময় কোনও বক্তব্য রাখেননি তিনি। সমাবেশে ৮ মিনিট ৪৬ সেকেন্ড রাস্তায় হাঁটু গেড়ে বসে থাকেন ট্রুডো। জর্জ ফ্লয়েডকে ঠিকই একই পরিমাণ সময় এভাবে মাটিতে হাঁটু দিয়ে চেপে রাখা হয়েছিল।
এদিন পার্লামেন্ট হিলে প্রতিবাদ র্যালিতে পৌঁছাতেই বিক্ষোভকারীরা ‘ট্রাম্পের বিরুদ্ধে উঠে দাঁড়াও’ বলে চিৎকার শুরু করেন। তবে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি কানাডার জনপ্রিয় এ প্রধানমন্ত্রী।
এদিন মুখে কালো মাস্ক, সাদা শার্ট ও কালো প্যান্ট পরে সমাবেশস্থলে যান ট্রুডো। এসময় এক বিক্ষোভকারী তার হাতে ‘ব্লাক লাইভস ম্যাটার’ লেখা একটি কালো টিশার্ট তুলে দেন। প্রধানমন্ত্রী তা সাদরে গ্রহণ করলেও আর গায়ে চাপাননি। তবে এমনভাবে সেটি মেলে রাখেন যেন এর লেখা সবাই পড়তে পারে।
সমাবেশে অংশ নিয়ে প্রতিবাদকারীদের বক্তব্য মনযোগ দিয়ে শোনেন ট্রুডো। তবে বেশিরভাগ সময়ই তাকে চুপচাপ থাকতে দেখা গেছে। এভাবে ঘণ্টাখানেক থেকে আবার নিজের অফিসে ফিরে যান কানাডীয় প্রধানমন্ত্রী।
যখন লিভারে ফ্যাট তৈরি হয় তখন এটি ঘটে। আপনার লিভারে অল্প পরিমাণে চর্বি থাকা স্বাভাবিক তবে খুব বেশি পরিমাণে এটি স্বাস্থ্য সমস্যায় পরিণত হতে পারে। আপনার লিভার আপনার দেহের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ। এটি খাদ্য ও পানীয় থেকে পুষ্টির প্রক্রিয়াজাতকরণে সহায়তা করে এবং আপনার রক্ত থেকে ক্ষতিকারক পদার্থগুলি ফিল্টার করে। আপনার লিভারে প্রচুর পরিমাণে ফ্যাট লিভারের প্রদাহ সৃষ্টি করতে পারে যা আপনার লিভারকে ক্ষতিগ্রস্থ করতে পারে এবং ক্ষত তৈরি করতে পারে। গুরুতর ক্ষেত্রে, এই দাগ লিভারের ব্যর্থতা হতে পারে। যখন প্রচুর পরিমাণে অ্যালকোহল পান করে এমন কারও মধ্যে ফ্যাটি লিভার বিকশিত হয়, তখন এটি অ্যালকোহলযুক্ত ফ্যাটি লিভার ডিজিজ (এএফএলডি) হিসাবে পরিচিত।
ফ্যাটি লিভারের কারণ নির্নয় এবং এর চিকিৎসার বিস্তারিত জানতে কমেন্ট করুন ।
স্বাস্থ্যই সকল সুখের মূল প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24