জনাকীর্ণ আদালত থেকে মৃত্যুদণ্ডে দণ্ডিত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দেখা দিয়েছে উদ্বেগ।
জঙ্গি ছিনতাইয়ের ঘটনা, সেবার প্রিজনভ্যান থেকে তিন জঙ্গিকে ছিনিয়ে নিয়েছিল তাদের সহযোগীরা এবার ছিনিয়ে নেওয়া হয়েছে আদালত প্রাঙ্গণ থেকে।
রোববার ভরদুপুরে পুরান ঢাকার জনাকীর্ণ আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায় তাদের সহযোগীরা।
প্রত্যক্ষদর্শী আইনজীবীর ভাষ্য অনুযায়ী, দুপুর ১২টার কিছুক্ষণ পর সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় পুলিশের দিকে ‘স্প্রে মেরে’ তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়।
পুলিশকে ছোড়া ওই স্প্রেতে কোনো রাসায়নিক ছিল বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন। তবে সেই রাসায়নিকটি কী, তা এখনও জানা যায়নি।
তারা বলছেন, হলি আর্টিজান বেকারিতে হামলার পর নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে জঙ্গি তৎপরতা স্তিমিত হয়ে এলেও জাতীয় নির্বাচনের আগে তাদের মাথাচাড়া দেওয়ার চেষ্টার কথা মাথায় রেখে পুলিশকে আরও সতর্ক হতে হত।
এই ঘটনায় নিজেদের দায় এড়িয়ে কারা কর্তৃপক্ষ বলছে, পুলিশের পক্ষ থেকে দুর্ধর্ষ কোনো বন্দির আদালতে নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নে বাড়তি চাহিদা থাকলে কারা কর্তৃপক্ষকে জানানোর সুযোগ রয়েছে। এক্ষেত্রে পুলিশ তা করেনি।
পুলিশ পাহারার মধ্য থেকে এভাবে জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার ঘটনাটি উদ্বেগজনক বলছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24