লাদাখ সীমান্ত নিয়ে সম্প্রতি উত্তেজনা চরমে পৌঁছেছে চীন ও ভারতের মধ্যে। যুদ্ধের জন্য প্রস্তুত দু’দেশই, যদিও আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে। তবে এমন পরিস্থিতির বিরূপ প্রভাব পড়েছে মানুষের মনে।
চীন সম্পর্কে ভারতীয়দের কী ধারণা তা জানতে সম্প্রতি নিউজ১৮ নেটওয়ার্কের পক্ষ থেকে একটি জরিপ চালানো হয়েছে ৷ গত চারদিন ধরে ১৬টি ওয়েবসাইট এবং ১৩টি ভাষায় পোলের মাধ্যমে ভারতীয়দের জনমত সংগ্রহ করেছে তারা৷ এ জরিপের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, অংশগ্রহণকারীদের বেশিরভাগই চীন-বিরোধী মতামত দিয়েছেন ৷
জরিপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (৯২ শতাংশ) ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে (৮ শতাংশ) মধ্যে একজনকে পছন্দ করতে বলা হয়েছিল। সেখানে বিপুল ভোটে জিতেছেন ট্রাম্প। তার পক্ষে ৯২ শতাংশ ভারতীয়, জিনপিংয়ের পক্ষে বাকি আট শতাংশ। মালায়ালি, উর্দু, মারাঠি এবং ওড়িয়া ভাষার মানুষদের মধ্যে ট্রাম্পের সমর্থন আরও বেশি, প্রায় ৯৮ শতাংশ ৷
বিশ্বশক্তি হিসেবে চীনের বিষয়ে ভারতের অবস্থান কী হওয়া উচিত? এর জবাবে অধিকাংশ ভারতীয়ই মনে করেন, চীনাদের বিরুদ্ধেই থাকা ভালো ভারতের ৷ ৫১ শতাংশ তামিল ও ৫২ শতাংশ পঞ্জাবি মনে করেন, ভারতের কোনও পক্ষেই যাওয়া উচিত নয় ৷ ৯৪ শতাংশ ভারতীয় মনে করেন, চীন বিশ্বাস করার মতো দেশ নয় ৷
৯১ শতাংশ ভারতীয় মনে করেন, সবার চীনা পণ্য ও অন্যান্য সেবাগুলো যত তাড়াতাড়ি সম্ভব বর্জন করা উচিত ৷ এ ব্যাপারে সবচেয়ে এগিয়ে মারাঠিরা (৯৭ শতাংশ) ৷ মাত্র ৪ শতাংশ ভারতীয় এখনও চীনা পণ্য ব্যবহারের পক্ষে ৷ কারণ, চীনের বেশিরভাগ জিনিসই সস্তায় পাওয়া যায় ৷
আরেকটি বিষয়ে একমত প্রায় সব ভারতীয়ই ৷ সেটা হলো, পাকিস্তানের বড় সমর্থক হওয়ায় চীন কখনও ভারতের বন্ধু হতে পারে না ৷ চীন করোনার বিষয়ে সত্য গোপন করেছে বলেও বিশ্বাস বেশিরভাগ অংশগ্রহণকারীর৷ ভারতের ৬১ শতাংশ মানুষ চীনকে সরাসরি শত্রু হিসেবেই মনে করেন বলে এ জরিপে উঠে এসেছে।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24