ক্যান্সারের প্রাথমিক লক্ষণ কী কী
ক্যান্সারের বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে কিন্তু একই রকম উপসর্গ বেশিরভাগ সময় দেখা যায় অসুস্থতা, আঘাত, ক্ষতিকর টিউমার এবং অনান্য কারণে। যদি আপনার এমন কোনো উপসর্গ দেখা যায়, যা কয়েক সপ্তাহ ধরে ভালো হচ্ছে না তাহলে আপনি ডাক্তার দেখাতে পারেন যেনো প্রবলেম সহজেই ধরা যায় এবং দ্রুত চিকিৎসা করা যায়।
এছাড়াও মনে রাখবেন যে, ক্যান্সার হলে ব্যাথা অনুভূত হয় না, তাই ব্যাথা হচ্ছে না – এটা ভেবে দেরি করবেন না।
ক্যান্সার কিন্তু যেকারোর ই হতে পারে; একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত।
ক্যান্সারের কিছু উপসর্গ হচ্ছেঃ-
স্তনের পরিবর্তন সমূহ
• স্তনের নিচে বা বগলে শক্ত পিন্ড বা ফোলা অংশ অনুভূত হওয়া • স্তনের বোঁটা পরিবর্তন হতে পারে, আবার নাও পারে। • চামড়া ফেঁটে যাওয়া, লাল হয়ে যাওয়া, আঁশযুক্ত হওয়া, টোল পড়া অথবা কুঁচকে যাওয়া।
মূত্রথলির পরিবর্তন সমূহ
• মূত্র ত্যাগের সময় কষ্ট হওয়া • মূত্রের ত্যাগের সময় প্রচন্ড ব্যাথা করা • মূত্রের সাহায্যে রক্ত যাওয়া
অনবরত রক্ত যাওয়া অথবা থেঁতলে যাওয়া
• কোনো কারণ এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নি
অন্ত্রের ( ক্ষুদ্রান্ত্র + বৃহদান্ত্র ) পরিবর্তন সমূহ
• মলত্যাগের সাথে রক্ত যাওয়া • অন্ত্রের ক্রিয়াকলাপে পরিবর্তন আসা
দীর্ঘকালীন কফ এবং গলার গড়গড় শব্দও লক্ষণের অন্তর্ভুক্ত।
খাদ্য গ্রহণ সম্পর্কিত পরিবর্তন সমূহ
• খাদ্য গ্রহণের পর ব্যাথা হওয়া (অম্বল এবং বদহজমও এর অন্তর্ভূক্ত) • খাদ্য গ্রহণে কষ্ট হওয়া • পেট ব্যাথা • সবসময় বমি বমি ভাব এবং বমি হওয়া • ক্ষুধায় পরিবর্তন আসা
তীব্র এবং স্থায়ী অবসাদ বা ক্লান্তিভাব।
জ্বর এবং রাতে ঘাম ঝরা কোনো কারণ ছাড়াই।
মুখের সমস্যাসমূহ
• একটি সাদা অথবা লাল প্যাঁচের মতো অংশ জিহ্বায় বা মুখে দেখা দেওয়া • রক্ত ক্ষরণ হওয়া, ব্যাথা করা, ঠোঁট বা মুখ অসাড় হয়ে যাওয়া
স্নায়ুবিক পরিবর্তনসমূহ
• মাথাব্যাথা • হৃদরোগ • দৃষ্টিতে সমস্যা • কানে শোনায় সমস্যা • চেহারা ক্ষয় হয়ে আসা
চামড়ার পরিবর্তন সমূহ
• মাংসের মতো রঙের একটি ছোট মাংসপিন্ড যা থেকে রক্তক্ষরণ হয় অথবা আঁশযুক্ত হয়ে যায় • একটি নতুন আঁচিল (ছোট উপমাংস) দেখা দেওয়া অথবা চামড়ার কোনো অংশ আঁচিলে পরিণত হওয়া • একটি ক্ষত যা কোনোভাবেই ভালো হয় না • পান্ডুরোগ (চামড়ায় হলুদ এবং চোখে সাদা রঙে দেখা দেয়)
কোনো অংশে ফুলে যাওয়া বা বিভিন্ন জায়গায় ছোটো মাংস পিন্ড বেড়ে উঠা, যেমন – ঘাড়, বগল, পাকস্থলী এবং কুঁচকিতে।
কোনো কারণ ছাড়াই হঠাৎ ওজন কমে যাওয়া অথবা বেড়ে যাওয়া।
(আলহামদুলিল্লাহ!)
source: ক্যান্সারের উপসর্গ সমূহ, যেসব প্রকাশ পেলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24