images 6
দ্রুত বর্জ্য অপসারণ কোন স্থানে না হলে হট নম্বরে কল করতে অনুরোধ জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ৯৮৩০৯৩৬।
এছাড়া দ্রুত বর্জ্য অপসারণ সংক্রান্ত সহযোগিতার জন্য কেন্দ্রীয় কন্ট্রোল রুম ছাড়াও নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে:
অঞ্চল-১ (উত্তরা) ০১৭১৭১০২০২৫; অঞ্চল-২ (মিরপুর) ০১৭১১৩১৩২৮৯; অঞ্চল-৩ (মহাখালী) ০১৯২৩১১৩৬৩৬; অঞ্চল-৪ (মিরপুর) ০১৭৩৩৮৯৫৫৩২; অঞ্চল-৫ (কারওয়ান বাজার) ০১৭১১৫৭৭৪৭৪।
রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ প্রক্রিয়া শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। বুধবার কোরবানির বর্জ্য অপসারণের জন্য দুই সিটিতে ৯ হাজার ৫০০ জন পরিচ্ছন্নকর্মী কাজ করছেন।
নির্বিঘ্নে পবিত্র ঈদের আনন্দ উদযাপন করতে পারে সে লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন সকল বর্জ্য অপসরণের ব্যবস্থা করেছে।
যে বিষয়টি খুব গুরুত্ব পূর্ণ্য তা হলে রক্তকেও বর্জ্যের আওতায় আনতে হবে। তা না হলে আগামী কাল থেকে পাঁচা রক্তের দূর্গন্ধে রাজধনীতে বসবাস অস্বাস্থ্যকর হয়ে পড়বে।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24