বোরো মৌসুমে দেশের বিভিন্ন স্থানে প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২৬ টাকা দরে ধান কেনা কার্যক্রম চলছে। এবার ৬ লাখ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ।
প্রান্তিক কৃষকের কাছ থেকে ২৬ টাকা দরে ধান ক্রয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা কনফারেন্স রুমে লটারি হয়েছে। এ সময় ৪৫ হাজার ৭৯১ জন কৃষকের মধ্যে ৪ হাজার ৯৫১ জনকে নির্বাচিত করা হয়।নওগাঁর রানীনগরে ২৬ টাকা দরে ধান কেনা কার্যক্রমের উদ্বোধন করেছেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। এবার জেলায় ৩২ হাজার মেট্রিক ধান এবং ৫৫ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার।
ঝিনাইদহে সদর উপজেলা খাদ্যগুদামে কৃষকের কাছ থেকে ২৬ টাকা দরে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক। এবার জেলায় সরকারিভাবে ১৭ হাজার ৬শ’ ২২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। সাতক্ষীরা সদর খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রথম ধাপে ৬ হাজার ১১১ মেট্রিক টন ও দ্বিতীয় ধাপে ২ হাজার ২৫৭ মেট্রিক টন ধান কেনার কথা রয়েছে।
পাবনা সদর উপজেলা খাদ্যগুদামে প্রতি কেজি ৩৬ টাকা দরে চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। ৮৫ জন লাইসেন্সধারী মিলারের কাছ থেকে ৪ হাজার ২৮৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দিনাজপুরে ধান কাটা মাড়াইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। জেলায় কৃষকদের কাছ থেকে ৩২ হাজার ৪৮ মেট্রিক টন ধান এবং মিলারদের কাছ থেকে ৯১ হাজার মেট্রিক টন চাল কেনা হবে বলে জানিয়েছে খাদ্য বিভাগ।
Pingback: কৃষক ও শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দের দাবি বাজেটে
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24