করোনায় ব্যাপক ক্ষতির মুখে লালমনিরহাট ও খাগড়াছড়ির সবজি চাষিরা। ক্ষেতেই পঁচে যাচ্ছে সবজি । দেনার দায় আর সংসার চালানোর দুঃশ্চিন্তায় কৃষক। ঘুরে দাঁড়াতে প্রনোদনার দিকে তাকিয়ে তারা। ক্ষেতেই পঁচে যাচ্ছে কুমড়া, বেগুন, মরিচ, লাউসহ বিভিন্ন জাতের সবজি । করোনা পরিস্থিতিতে দাম নেই স্থানিয় বাজারে। হতাশ কৃষকরা তাই ক্ষেত থেকে সবজি তুলতেই চান না।
সবজিতে লোকসান হওয়ায় পরবর্তী আবাদ নিয়ে অনিশ্চয়তায় চাষিরা। তবে কৃষি বিভাগ বলছে, সবজি জেলার বাইরে নিতে চাইলে প্রশাসনিকভাবে সহযোগিতা করা হবে। এদিকে, খাগড়াছড়ির পানছড়িতে সবজি র ফলন হয়েছে বেশ। কিন্তু করোনা কেড়ে নিয়েছে কৃষকদের হাসি। ক্রেতার অভাবে ফসল নষ্ট হচ্ছে জমিতেই। বড় ক্ষতির মুখে তারা। এমন চিত্র পুরো জেলায়।
কৃষকদের ক্ষতি কমাতে ত্রাণের সাথে সবজি দেওয়ার কথা ভাবছে উপজেলা প্রশাসন। পানছড়িতে এবার পাঁচশ ৯৫ হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত সবজি চাষিদের তালিকা করে সরকারিভাবে সহযোগিতা দেয়ার দাবি কৃষকদের।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24