কাজেই আসুন, জুলাই পর্যন্ত ঠেকিয়ে রাখি। ঘর থেকে বের হব না। হাত ধোবো। মাস্ক পরব। নাকে চোখে মুখে হাত দেব না। ৬ ফুট দূরে থাকব। আগস্টে আমরা ধীরে ধীরে বের হতে পারব বলে আমি আশা করি। সেপ্টেম্বর নাগাদ পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসবে। এই হলো আমার প্রেডিকশন। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। নিউ নর্মাল জীবনই যাপন করতে হবে। তারপর আমরা যক্ষ্মার মতো করোনার সঙ্গে বসবাস করা শিখে ফেলব। এটার জন্য আর সবকিছু বন্ধ করতে হবে না।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24