oeoeorr2r320e 1
উন্নত বাংলাদেশ গড়তে আইসিটিতে দক্ষ হতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ কে এম খায়রুল আলম।
সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশে আইসিটি উন্নয়ন: সুযোগ এবং চ্যালেঞ্জ’ বিষয়ক সেমিনারে বৃহস্পতিবার সুরমার রাগীবনগরস্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
খায়রুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রুপকল্প ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার, অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা বিধান, সম্প্রসারণ ও মান নিয়ন্ত্রণ এবং কম্পিউটার পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ আজ এগিয়ে চলছে। জ্ঞান-ভিত্তিক অর্থনীতি, সু-শাসন ও টেকসই উন্নতি নিশ্চিতকরণে তথ্য ও প্রযুক্তিগত নিত্য-নতুন ধারণা বাস্তবায়ন ও নির্ভরযোগ্য রক্ষণাবেক্ষণই বাংলাদেশকে আজ উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হতে সহায়তা করছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, পাঠ্যপুস্তক জ্ঞানের বাইরেও তোমাদেরকে দেশীয় সভ্যতা, কৃষ্টি-কালচার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে জ্ঞানার্জন করতে হবে। এ বিষয়ে তিনি শিক্ষকদেরকে আলাদা ক্লাস স্লট রাখার পরামর্শ দেন।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24