ঢাকায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ৯ দফা দাবিতে গড়ে উঠা আন্দোলনের সকল দাবি মেনে নিয়ে তড়িৎ ব্যবস্থা গ্রহণের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবক মহল। সারাদেশে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রছাত্রীরা। রোববার থেকে এই অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল শুরু করেছে শিক্ষার্থীরা। সোমবার অনেক জেলায় মিছিল করার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সূত্রে জানা যায়, দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সরকার যেসকল তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেছে তার মধ্যে শহীদ রমিজউদ্দিন স্কুলের জন্য পাঁচটি স্কুল বাস দেয়া হয়েছে, স্কুল সংলগ্ন সড়কে আন্ডারপাস নির্মাণের ব্যবস্থা করা হয়েছে, দেশের সকল স্কুল সংলগ্ন সড়কে স্পীডব্রেকার নির্মাণ করা হবে, স্কুলের পাশে বিশেষ ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হবে, এছাড়া এর মধ্যে নিহত শিক্ষার্থীদের পরিবারকে বিশ লাখ টাকা করে সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে, এই মর্মান্তিক ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া এগিয়ে চলছে, দ্রুত মামলা শেষ করার বিধান রেখে আইন সংশোধন হয়েছে, জাবালে নূর পরিবহণের রোড পারমিট বাতিল করা হয়েছে, সেই সাথে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ফিটনেসবিহীন সকল পরিবহনের রোড পারমিট বাতিল করা হয়েছে।
লাইসেন্সবিহীন ভুয়া ড্রাইভারদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে, এছাড়া বিষয়টি নিয়ে নৌপরিবহণ মন্ত্রী ইতিমধ্যে ক্ষমা প্রার্থনা করেছেন, জাবালে নূর পরিবহণের মালিক শাহাদাৎ হোসেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
সরকারের এত সব তড়িৎ ব্যবস্থা গ্রহণের পরও বিএনপি-জামাতের মদদে একটি মহল কোমলমতি ছাত্রছাত্রীদের মাঠে নামিয়ে ফায়দা হাসিল করতে চেয়েছিল বলে অভিযোগ করেছে সচেতন অভিভাবক মহল।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24