ganer raja
৬-১৩ বছরের শিশুদের রিয়েলিটি শো গানের রাজা। আসছে অক্টোবর থেকেই ঢাকা সহ দেশের ৭ টি বিভাগে শুরু হতে যাচ্ছে এর অডিশন রাউন্ড। ৪০ টি পর্বের পর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে ‘শিশু গানের রাজা’।
রিয়েলিটি শো’টির উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানালেন চ্যানেল আই’র ব্যাবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
তিনি বলেন, “প্রতিযোগী শিশুরা পার্কে খেলবে, দোলনাতে চড়বে, খেলতে খেলতে গাইবে, বিচারকরা ওদের খেলতে খেলতে শেখাবে। আর ওরা মজা করে সমগ্র বাংলাদেশকে গান শোনাবে চ্যানেল আই এর মাধ্যমে।
তিনি জানান, শিশুদের সাথে সার্বক্ষণিক কোমলমতি আচরণ ও দিক নির্দেশনার মাধ্যমে অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতবিজ্ঞ ২ জন বিচারক। অনুষ্ঠানের উপস্থাপক ও প্রতিযোগীদের সম্পর্ক হবে খুবই কাছের বন্ধু, প্রিয় মানুষ, আপন মানুষের মতো করেই।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন শহীদুল আলম সাচ্চু। রিয়েলিটি শো’র নিবন্ধনের বিস্তারিত নিয়মাবলী খুব শীঘ্রই চ্যানেল আই সহ দেশের অন্যান্য মিডিয়ায় জানানো হবে বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
Your email address will not be published. Required fields are marked *
2020 topbanglanews24